ব্রজবাসিগণ জীবনশেষ।
দেখিয়া উঠিলা নটনবেশ।।
কালিয়ফণায় নটনরঙ্গ।
হেরি জনু তনু জীবন সঙ্গ।।
মরণশরীরে আইল প্রাণ।
হেরিয়া ঐছন সবহুঁ মান।।
ফণায় ফণায় দমন করি।
নটবরভঙ্গে নাচয়ে হরি।।
ভাঙ্গিল দরপ ভুজগঈশ।
উগারে অনলসমান বিষ।।
ফণিমণিগণ পড়য়ে খসি।
পূজয়ে চরণ নখরশশী।।
নাগাঙ্গনাগণ করয়ে স্তুতি।
শুনি ব্রজমণি হরষমতি।।
ফণিপতি অতি হইয়া ভীত।
শরণ লইল চরণ নীত।।
ফণিপতিবরে অভয় করি।
জল সঞে তীরে আইলা হরি।।
মাতা যশোমতী লইল কোরে।
মাধব ভাসয়ে আনন্দলোরে।।