ব্রজরাজ বালা রাজ পথে আইলা

ব্রজরাজ বালা রাজ পথে আইলা
লইয়া ধেনুর পাল।
সঙ্গে সখাগণ ভাই বলরাম
ছিদাম সুদাম ভাল।।
সুবল সঙ্গাত তার কাঁধে হাত
আরোপি নাগর রায়।
হাসিতে হাসিতে সঙ্কেত বাঁশীতে
এ দুই আঁখর গায়।।
এ কথা আনেতে কিছু না জানে
সুবল কিছু সে জানে।
হৈ হৈ বলি রাজপথে চলি
গমন করিছে বনে।
গবাক্ষে বদন দিয়া প্রেমময়ী
রূপ নিরক্ষণ করে ।
দোঁহার নয়নে নয়ন মিলল
হৃদয়ে হৃদয় ধরে।।
দেখিতে শ্রীমুখ– মণ্ডল সুন্দর
বেথিত হইল রাধা।
এ হেন সম্পদ বনে পাঠাইতে
তিলেক না করে বাধা।।
কেমন যশোদা মায়ের পরাণ
পুতলি ছাড়িয়া দিয়া।
কেমনে রয়েছে গৃহমাঝে বসি
চণ্ডীদাস কহে ইহা।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ