ব্রজ-রমণীগণ তেজল লাজ।
ধাওল নন্দমহল গৃহমাঝ।।
বিগলিত কুন্তল অঞ্চল বাস।
চকিত বিলোকন গদ গদ ভাষ।।
হেরই নন্দতনয়-মুখচন্দ।
দীঠি পাওল পুন চিরদিন অন্ধ।।
আদরে সাধি রমণি কর পাতি।
যদুমণি মাগি ধরত নিজ ছাতি।।
চুম্বনে অধরসুধা করু পান।
কর গহি দেই আলিঙ্গন দান।।
দীনবন্ধু পহুঁ পূরল সাধ।
ভুখিল চকোর যেন পাওল চান্দ।।