বড়াই হোর দেখ রঙ্গ চায়্যা।
কোথা হৈতে আসি দিল দরশন
এহেন সুন্দর ন্যায়্যা।।ধ্রু।।
না খানি সাজান রজত-কাঞ্চনে
বাজত কিঙ্কিণীজাল।
শোভিয়াছে তাথে রাঙ্গা দুটি হাথে
মণিবান্ধা কোরোয়াল।।
লাল নীল ফালি শিরে ঝলমলি
কদম্ব কলিকা কানে।
জঠরবসনে বাঁশীটি বান্ধ্যাছে
শোভে নানা আভরণে।।
হাসিতে হাসিতে গীত আলাপিছে
ফিরাইছে রাঙ্গা আঁখি।
চাপাইয়া নায় কি জানি কি চায়
চঞ্চল স্বভাব দেখি।।
আমরা কহিব কংসের যোগানী
বুকে না হেলিহ কেহু।
জগন্নাথ কহে শশী ষোলকলা
পাইলে ছাড়ে কি রাহু।।ঌ।।