বড় অপরূপ দেখিনু সুক্ষেণে, নবঘনে দ্বিজ রাজ।
সেই ধরি কাল দারুণ বেদন–পশিল হৃদয়ের মাঝধু।
ললাটেত সিন্ধু, পূর্ণ সূর ইন্দু নয়ানে আনল বৈসে।
বক্ষ সরোবরে, হংসরাজ চরে কমল উৎপল ভাসে।
স্বর্গ সুধা ধারা, কমলে ভ্রমরা ভ্রমে মকরন্দ ছলে।
গুরু কৃপাদর, বিরহ লহর হীন আলিরাজা ভণে।
সিদ্ধি কুলে সার, পহ নাহি আর সুরূপ নির্মল বিনে।