ভজ কৃষ্ণ বৈষ্ণব ঠাকুর।
বৈষ্ণব ভজিলে ভাই পরম আনন্দ পাই
পাপ তাপ সব যায় দূর।।
বৈষ্ণবের শ্রীচরণ সে করয়ে প্রাণধন
ইহা যেবা সত্য করি বলে।
আর কিছু নাহি জানে কায় মন বাক্য সনে
অনায়াসে কৃষ্ণ তারে মিলে।।
বৈষ্ণব সদয় হল্যে কৃষ্ণ পাই কুতূহলে
ইহাতে সন্দেহ যার হয়।
গৃহ পবিত্র যার নামে দরশ পরশ কেবা জানে
তার সাক্ষী ভাগবতে কয়।।
ইহা জানি সব ছাড়ি পরম আনন্দ করি
ভজ কৃষ্ণ বৈষ্ণব গোসাঞি।
দুষ্কর সংসার বড় চরণে ধরিঞা পড়
এমন দয়াল কেহো নাঞি।।
দীনহীন দুঃখীজনে দেন কৃষ্ণ প্রেমধনে
দয়াময় বৈষ্ণব ঠাকুর।
গোবিন্দদাসের আশ এই মনে অভিলাষ
করে হব নাছের কুক্কুর।।