ভজ মন নন্দ-কুমার।
ভাবিয়া দেখহ ভাই গতি নাহি আর।।ধ্রু।।
ধন জন পুত্র আদি কেবা আপনার।
অতয়ে করহ মন হরি-নাম সার।।
কুসঙ্গ ছাড়িয়া সদা সতসঙ্গে থাক।
পরম নিপুণ হয়্যা নাথ বলি ডাক।।
তাঁর লীলা-নাম-গানে সদা হও মত্ত।।
সে চরণ-ধন পাবে হইবে কৃতার্থ।।
কহে আত্মারাম মন কি বলিব তোরে।
সংসার-যাতনা আর নাহি দিহ মোরে।।