ভব-বিরিঞ্চির নারদ প্রভৃতি
সব দেবগণ মেলি।
পিরিতি অমূল্য রতন পাইঞা
বৈকুণ্ঠে সভাই চলি।।
গাইতে নাচিতে শিব ত্রিলোচন
ডম্বুর বাজাএ ঘনে।
চলিল গোলোকে সব দেবগণ
নারদ করিঞা সনে।।
শিবের বাজন নাচন শুনিঞা
কহে গোকুল-মুনি।
কমলারে পহু বেরি বেরি পুছে
“কলরব কিছু শুনি।।”
কহেন কমলা– “শুনহ বচন
দেবগণ যত মেলি ।
আনন্দ-মগন কিসের কারণ
ঐছন আসিছে চলি।।”
বৈঠল গোলোক- ঈশ্বর হাসিঞা
শুনিঞা কমলা-বাণী।
হেনক সময়ে আসিঞা মিলল
চণ্ডিদাস ইহা জানি।।