ভারতী গৌর নিকট যব ভেটঠ।
পুরজন হেরি বয়ন করু হেঁঠ।।
তবধরি দক্ষিণ পয়োধর কাঁপি।
অবিরল লোরে নয়ন রহু ঝাঁপি।।
সজনী লাখ বিপদ নাহিঁ মানি।
রসময় গৌর বিমুখ-ভয় জানি।।
মঝু মন ঐছন করত বিষাদ।
ছোড়ব গৌর পড়ব পরমাদ।।
দারুণ বিধি জনি সাধই বাদ।
তনু ডারব সব গঙ্গ অগাধ।।
কি এ অনুতাপে করব বিষপান।
দীনবন্ধু শুনি হরল গেয়ান।।