ভুবন ছানিয়া যতন করিয়া
আনিনু প্রেমের বীজ।
রোপণ করিতে গাছ যে হইল
সাধিল মরণ নিজ।।
সই, প্রেম-তরু কেন হৈল।
হাম অভাগিনী দিবস রজনী
সিচিতে জনম গেল।।
পীরিতি করিয়া সুখ যে পাইব
শুনিনু সখীর মুখে।
অমিয়া বলিয়া গরল কিনিয়া
খাইনু আপন মুখে।।
অমিয়া হইত স্বাদু লাগিত
হইল গরল ফলে।
কানুর পীরিতি শেষে হেন রীতি
জানিনু পুণ্যের বলে।।
যত মনে ছিল সকলি পূরিল
আর না চাহিব লেহা।
চণ্ডীদাস কহে পরশন বিনে
কেমনে ধরিবে দেহা।।