ভ্রমিতে ভ্রমিতে সবার অদর্শনে ।
রাখিল আপন বাঁশী ললিতা বসনে।।
দাঁড়াইয়া রাই আগে কহে কর যুড়ি।
নিবেদন করিতে লাগিল বংশীধারী।।
বৃন্দাবনেশ্বরী শুন মোর নিবেদন।
মোর বাঁশী চুরি করি নিল কোন জন।।
শুনিয়া বিশাখা কহে মৃদু মৃদু হাসি।
ভাল হৈল চুরি গেল কুল-নাশা বাঁশি।।
এবে কুলবতী সতীর মান রক্ষা হবে।
গৃহে থাকি নারীগণ সুখে ঘুমাইবে।।
জ্ঞানদাস কহে ধনি ভাল না কহিলে ।
রাজ্যের অখ্যাতি হবে এমন হইলে ।।