মকর-রচন-ছলে রাইক উচ কুচ-
মরদন করত মুরারি।
গুপত কথা-ছলে শ্রুতি-মূলে অর্পিল
দশনহি গণ্ড-বিদারি।।
দেখ সখি অপরূব রঙ্গ।।
চাতুরি করি হরি মনরথ পূরত
ধনি তাহে উলসিত-অঙ্গ।।ধ্রু।।
চিবুকহি মৃগমদ বিন্দু সাজাইতে
নিবিড় আলিঙ্গন দেল।
ভুজযুগ বন্ধনে কানু মন মোহিনী
তঁহি পুন বন্দিনী ভেল।।
মাতল মনমথ উলসিত দুহুঁজন
নিধুবনে পুন পরবেশ।
চন্দ্রশেখর কহে দুহুঁ-তনু ঘামল
পুনহুঁ মেটল সব বেশ।।