মজিলুঁ গৌর পিরীতে সজনি
মজিলুঁ গৌর পিরীতে।
হেরি গৌর রূপ জগতে অনুপ
মিশি রহিয়াছে জগতে।।
অতসী চম্পক কি শোণ কুসুমে
হরিল গৌরাঙ্গ রূপ।
কমলে নয়ন, পলাশে শ্রবণ
তিল ফুলে নাসাকূপ।।
অপরাজিতার কলিকা আমার
হরিল গৌরাঙ্গ ভুরু।
হরে কুন্দ কলি দশন আবলী
কদলী তরুতে ঊরু।।
সণাল অম্বুজ হরিল সে ভুজ
বক্ষস্থল পদুমিণী।
কহে নরহরি মোর গৌরহরি ,
সকল ভুবনে জানি।।