মঝু কর ছোড়হ নাগর কান।
কো জানে কৈছন সুরতিক দান।।
হাম অবলা তাহে মতি অতি হীনা।
হাম কাঁহা পাঅব দান দছিনা।।
সুরতিক মুরুতি কবহুঁ না দেখি।
সখীগণে পূছব ইহ করি সাখি।।
যব হামে মীলব শুন বর কান।
তব তোহে দেঅব সুরতিক দান।।
কবহুঁ না শুনল সুরতিক নাম।
আজু তুহুঁ মোহে কহলি অনুপম।।
কাহে মিনতি করু রাজকুমার।
সুরতি কি আছয়ে সাথ হামার।।
কহে কবিশেখর শুনহ মুরারি।
সুরতি না জানয়ে ভানুকুমারী।।