মঝু মনে হোয়ত আয়ব পিয় পুন
ব্রজজন লেহ না ছোড়।
কি জানি কি বিঘটনে হরি মধুপুরে রহু
মরমে মরমে রহু ভোর।।
সো মঝু নাগর রূপ গুণ আগর
নিজ সম বিনু নাহি ভুল।
পুরনাগরীগণ অনুমানে জানলুঁ
কুবরি সুন্দরী মূল।।
অকুরক গুণ নয়নে সব দেখলি
উহ পুর মাহ সুজান।
মাত তাত গুণ গোপ মুখে শুনলুঁ
তনয়ে করল পরণাম।।
উদ্ধব সুন্দর মধুপুর মাহরি
ভ্রমত যোগ গহি দূর।
সো হরি সঙ্গ রঙ্গি এক নায়ক
রহই না পারই পুর।।
দেখবি আয়ব চন্দবদন পিয়
গোকুলে বাড়ব রঙ্গ।
নীলাম্বর কহ শ্যাম চন্দপরি
রহি গেল কুবরি কলঙ্ক।।