মঞ্জরী রতন আনল চন্দন
লেপল দোঁহার গায়।
সুচিত্রা যুবতী করিয়া আকূতি
নানা চিত্র করে তায়।।
যূথি মোতিহারে গাঁথিয়া দোহাঁরে
পরাইল তিলোত্তমা।
বিনোদন বন্ধানে সাজাঞা দুজনে
হরিষ সকল রামা।।
কদলী পনস অতি সে সুরস
আনল লবঙ্গলতা।
দোহাঁরে ভোজন করাএ তখন
সুন্দরী মদন মদা।।
বিলাস আলস ছুটল সকল
সুরস ভোজন করি।
আচমন করি নাগর নাগরী
তাম্বূলে বদন পূরি।।
সখিগণ সঙ্গে নানা রসরঙ্গে
নাগর নাগরী রহে।
দিন অবসান করি অনুমান
শেখর সভারে কহে।।