মদনে বেদন পাঞা মদন গোপাল।
ধরল ধনীর করে নাহিক সাম্ভাল।।
উচ কুচ কলসে লালস ভই গেল।
সঘনে জঘন কাঁপে উনমত ভেল।।
সখীগণ তৈখন কৈল আনুমান।
চলল চম্পকবন লই রাই কান।।
প্রফুল্ল কানন তাহে মণিময় ঘর।
সুখদ শেজের মাঝ বসিলা নাগর।।
সখীপাশে বসি হাসে রাই সুধামুখী।
নাগরে কাতর দেখি হাসে সব সখী।।
স্বেদজলে ভরল সকল কলেবরে।
শেখর ঘুচায় শ্র্রম নানা উপচারে।।