মধুমঙ্গল বলি সহচরি–করে ধরি
সুচতুর নাগর কান।
যমুনা জল অব- গাহন ছল করি
কাননে করল পয়ান।।
হরি হরি কি কহব রাই সোহাগ।
যাকর কুঞ্জ- গমন শুনি তেজল
সহচরগণ অনুরাগ।।
বনে বনে গমন করল বর নাগর
দূতিক পথ অনুসার।
চলইতে চরণ অথির গতি মন্থর
ঢরকি পড়ই কতবার।।
রাধাকুণ্ড-তীরে কুঞ্জে পরবেশল
মীলল রাইক পাশ।
সহচরি সহজ সাজ করি পূরল
দীনবন্ধু অভিলাষ।।