মনের মরম মনেতে জানহ
মানস মরমে যতি।
মন-সুখ যত মানসে জানিয়ে
মদন-তরঙ্গে মাতি।।
মদন-মোহন রমণীর মন
মোহিলে মনের সুখে।
মধুপুর দূর মথুরা-নাগরী
মনে সে পড়ল তাকে।।
মনেতে লাগিল মনোহর রূপ
মগন হইয়া চিতে।
মনে নাহি ভায় গোকুল-নগরী
কিরূপ আছয়ে ইথে।।
মন-মত্তহাতী মারিয়ে কেশরী
শৃগাল মারিতে চায়।
মাণিকের কাছে তুলনা থাকয়ে
কাঁচের ফলের প্রায়।।
পর যে ষজিয়া মন যে মজিয়া
রঙ্গে তেন অতি ভোরা।
মোতিম তেজিয়া কোলি সে পাওব
চণ্ডীদাস ভেল ভোরা।।