মনোহর বেশ বনাওল সখিগণ
বৈঠল সব একু ঠাম।
পাশক কেলি রচল পুন তৈখনে
পণ করই নিজ কাম।।
সজনী কানুক বড় বিপরীত।
যো ইথে হারব দখিণ গণ্ড নিজ
দেয়ব দংশন নীত।।
পহিলহিঁ কানু জীতি করু ঐছন
কামিনি তহিঁ ভেল ভোর।
খেলন পুন কর বলি রাই বিরচিল
পাশক জোরহি জোর।।
দু চারি দশ করি সুন্দরি ডারল
নিজ জিত লিয়ে সোই দান।
বলে ছলে বাম গণ্ড পুন দংশই
হোর দেখ বিদগধ কান।।
রাই জীতি পুন মুরলি হরল বলে
কানু কহ ইহ নহ রীত।
মঝু মুখ-চুম্বন কিয়ে ভুজ বন্ধন
করহ যোই ইহ নীত।।
এত শুনি রাই কহত শুন নাগর
সো কহ যো মন মান।
রাধামোহন পহু হাসি কহত তুহুঁ
জানি পুন পিছে কর আন।।