মরকত দরপণ শ্যাম হৃদয় মাহা
আপন মুরুতি দেখি রাই।
গুরুয়া কোপে অধর ঘন কাঁপই
অরুণ নযান ভৈ যাই।।
দেখ দেখ কানুক রঙ্গ।
আনহি রমণি হৃদয়ে করি বঞ্চই
ঐছন না দেখিয়ে ঢঙ্গ।।
এত অনুমানি বিমুখ ভৈ বৈঠলি
কানু সে পড়লহি ধন্দ।
কাহে কমলমুখি মোহে উপেখসি
তুহুঁ হাম নহ কিছু দন্দ।।
কত পরকারে মিনতি করু মাধব
তব ধনি উতর না দেল।
দরদর হৃদয় নয়নযুগ ছলছল
মনমথে জরজর ভেল।।
চরণ কমল করে পরশি মাথে ধরু
সরস পরশ অভিলাষ।
তুয়া বিনু রাতি দিবস নাহি জানত
কহতহিঁ প্রেমক দাস।।