মহাভুজ নাচত চৈতন্য রায়।
কে জানে কত কত ভাব শতশত
সোনার বরণ গোরা গায়।।ধ্রু।।
প্রেমে ঢর ঢর- অঙ্গ নিরমল
পুলকঅঙ্কুরশোভা।
আর কি কহব অশেষ অনুভব
হেরইতে জগমনলোভা।।
শুনিয়া নিজগুণ নামকীর্ত্তন
বিভোর নটনবিভঙ্গ।
নদিয়াপুরলোক পাসরিল দুখ শোক
ভাসল প্রেমতরঙ্গ।।
রতন বিতরণ প্রেমরস বরিখণ
অখিলভুবন সিঞ্চিত।
চৈতন্যদাস গানে অতুল প্রেম-দানে
মুঞি সে হইলুঁ বঞ্চিত।।