মাউলার নামে দিয়ে কাউলা কর ভজনা।
দৃষ্টি পরদা কেটে তুমি কর সাধনা।
অন্তরঙ্গে প্রেমতরঙ্গে, প্রেমে কর মনোরঙ্গ,
দেখে লও বাঁকা ত্রিভঙ্গ ধরিয়ে আয়না।
তরঙ্গে তুল লহরী তাতে তুমি হও সওয়ারী,
বাঁকা শ্যাম বাজাও বাশরী, করে দিল্‌ ফানা।
প্রেমে ডুবে রও আপনি ভাসিয়া উঠিবে যিনি
অন্তর্যামী দয়াল তিনি, সে বিনে কেহ না ।
রেনুর মন কাউলা দিতে, পারনা আউলার সাক্ষাতে,
ফানা ফিল্ল্যা তবু কর্মেতে ঘটাল যে না।