মাধবী লতায় ফুলের সৌরভে
যতেক ভ্রমরা তারা।
মকরন্দ-পানে মুগধ হইয়া
মাতিল সে রসে ভোরা।।
তা দেখি কিশোরী বিধুমুখী গৌরী
কহিতে লাগি তায়।
“তুমি সে কালার বরণ ধরিয়া
কেন বা ধরিলে কায়।।
এখানেহ তুমি ফুলে ভ্রমি ভ্রমি
ভ্রমহ কিসের লাগি।
মোরে দিতে চাহ বিরহ-বেদনা
উঠাতে দারুণ আগি।।
তোমার চরিত আছে বিয়াপিত
সে শ্যাম-অঙ্গের মালে।
মধু খেয়্যা খেয়্যা রসেতে পূরিয়া
আইলে মাধবী-ডালে।।
একে মরি জ্বালা আছি যে একলা
তাহে দেখা দিলে ভালে।
অতি সে বিষাদ বাঢ়য়ে দ্বিগুণ”
চণ্ডীদাস কিছু বলে।।