মাধব তুমি আমার নিধনিয়ার ধন।
আমারে ছাড়িয়া তুমি মধ্রপুরে যাবে জানি
তবে আমি তেজিব জীবন।।
নহেত আনল খাব কিবা বনে প্রবেশিব
এই আমি দঢ়ায়্যাছি চিতে।
লইয়া তোমার নাম গলায় গাথিয়া শ্যাম
প্রবেশ করিব যমুনাতে।।
কুলবতী হৈয়া যেন কেহু ত না করে প্রেম
পিরীতি করয়ে এই রীতে।
যে জন চতুর হয় প্রেমবশ কভু নয়
বশ হৈলে হয় বিপরীতে।।
বুঝিনূ ঐছন কাজ তুমি সে নাগর রাজ
যুবতী জনার প্রাণ নিতে।
নরোত্তম দাস কয় না জানি কি জানি হয়
নিশ্চয় কহিলাঙ প্রাণনাথে।।