মান-দহনে মোর তনু ভেল জরজর
শূতলুঁ মন্দির মাঝ।
কানু নিয়ড়ে আসি চরণ সম্বাহই
ঐছন বিদগধ-রাজ।।
সো কর কিশলয় পরশে তনু আকুল
সখি বলি করিলুঁ সম্ভাষ।
বাহু পসারি আলিঙ্গি মুখ চুম্বই
পুন মুখ হেরি লহু হাস।।
সজনি কি কহব তাকর কাজ।
যে ছিল মনোরথ কয়লহুঁ অভিমত
কহইতে নাহি রহে লাজ।।ধ্রু।।
ঐছে রসিক সঞে যো ধনি রোখয়ে
কৈছন তাকর চীত।
হাম পুন তা সঞে কবহুঁ না রোখব
দলপতি কহ বিপরীত।।