মান-ভরমে হাম কুবোলহি বোললুঁ
সো মঝু করমক দোষ।
সো অপরাধ লাগি কিয়ে যায়বি
মাথুর মুঝে করি রোষ।।
মধুপুর-নগরে রমণি কিয়ে পরখিতে
করবি শপতি তুহুঁ কান।
সহচরি-বৃন্দে নিন্দি মোহে গঞ্জব
নট করু তুয়া অভিমান।।
করে কর লেই শিরসি পরশায়ই
শপতি করায়ল গোরি।
মধুপুর যায়বি নিকটহি আয়বি
কহবি কপট-গুণ ছোড়ি।।
এতহুঁ সম্বাদ কহল যব কামিনি
শ্রবণহি শূনল কান।
কিয়ে পরবোধ দেই চলু নাগর
রাসানন্দ নাহি জান।।