মায়ের অঙ্গুল ধরি শিশু গৌরহরি।
হাঁটি হাঁটি পায় পায় যায় গুড়িগুড়ি।।
টানি লৈঞা মার হাত চলে ক্ষণে জোরে।
পদ আধ যাইতে ঠেকাড় করি পড়ে।।
শচীমাতা কোলে লৈতে যায় ধুলি ঝাড়ি।
আখটি করিয়া গোরা ভূমে দেয় গড়ি।।
আহা আহা বলি মাতা মুছায় অঞ্চলে।
কোলে করি চুমা দেয় বদন কমলে।।
বাসু কহে এ ছাবাল ধূলায় লোটাবা।
স্নেহভরে তুমি মাগো কত ঠেকাইবা।।