মুগধিনি নারি মান নাহি বুঝই
না জানই সুরত বিলাস।
কেবল তুহারি পিরীতি রসলালসে
মীলল পহিল সম্ভাষ।।
মাধব তুহে কি বুঝায়ব রীত।
বিনি দোখে বালা কাহে উপেখলি
না বুঝলু তুহারি চরীত।।ধ্রু।।
আঁচর বদনে দেই খিতিতলে বৈঠই
বচন কহিতে নাহি জানে।
মালতি ভ্রমর- মিলন নাহি হেরসি
ভোরি নলিনি মধুপানে।।
রসরঙ্গ কত শত তাহে শিখায়বি
পিরীতি করবি নিরয়াস।
গোপাল দাস ভণ রসিক শিরোমণি
মীলল রাইক পাশ।।