মুদিত-নয়নে হিয়া ভুজযুগ চাপি।
শূতি রহল তহিঁ কছু না আলাপি।।
পরসঙ্গে কহলহি নামহি তোরি।
তবহি মেলিয়া আঁখি চাহে মোরি
শুন ধনি ইথে নাহি কহি আন ছন্দ।
তোহে অনুরত ভেল শ্যামর-চন্দ।।
যোই নয়ন-ভঙ্গি না সহে আনন্দ।
সোই নয়নে স্রবে লোর-তরঙ্গ।।
যোই অধরে সদা মধুরিম হাস।
সোই নিরস ভেল দীঘ নিশাস।।
বিদ্যাপতি ভণ মিছ নহ ভাখি।
গোবিন্দদাস কহ তুহুঁ তঁহি সখি ।।