মোর অপরাধ ক্ষেম।
এ দেহ ধরিয়া হেন না করিব
হেনক না হয় যেন।।
প্রভু ভগবান্‌ আকার কারণ
করণ প্রবণ ধাতা।
নিশা তর তম চন্দ্র দিবাকর
ব্রহ্মাণ্ডেতে গতায়াতা।।
তুমি চরাচর তুমি সে সত্যর
ভৈবর আগম সার।
যার নাহি পায় গমন বিচার
যাহাতে না পায় পার।।
ক্ষেম ক্ষেমতম অন্ধকার ভূম
অথির নিবিড় গতা।
তুমি সে পুরুষ ভূষণ শকতি
তুমি সে দেবের ধাতা।
যার লোমকূপে লক্ষ শতকোটি
এ চৌদ্দ ব্রহ্মাণ্ড জাতা।।
তার এক কূট শত শত অংশ
এক ধূম রেণু বৈসে।
ধূমস পলক পালটি কটাক্ষ
নিমিখ গণিয়ে কিসে।।
নিমিখ গণিতে কাহার শকতি
এক পল কুটি সাতে।
তাহার অঙ্কুর তাহাতে যে হয়ে
তাহার পালটি যাতে।।
জানু জানু ভানু কিরণ ছটায়ে
তাহার কিরণ এক।
কোটি পলক দেখি যে অনেক
তাহার অনেক রেখ।।
এ জন যাহার বৈভব নায়েক
সে জন ব্রজেতে স্থিতি।
তাহার মহিমা আগম গারিমা
কেবা সে জানিব গতি।।
চণ্ডীদাস কহে এ মহীমণ্ডলে
জনম লভিয়াছে।
গোপ গোপিনী নয়ন অঞ্জন
করিয়া রাখিয়াছে।