মোহিনী গো রাই ! অপরূপ পক্ষীরাজ নিকুঞ্জে বিরাজ খেলিছে।
প্রেমে জ্বলে হিয়া বোর দয়া না হইল তোর, বড়ই কঠিন সে কালিয়া।
তর নাম লইয়া ডাকি, পন্থ নিরখিয়া থাকি, আসিবে নি মুররী বাজাইয়া।
তুই বন্ধু আসিবে করি, নিরলে বসিয়া ঝুরি, প্রেমভাবে আকুলিত মন।
ডাকি আমি প্রিয়া প্রিয়া, আকুলিত মোর হিয়া, কৃপাযোগে দেও দরশন।
দোসর নাহিক রাখ, স্বর্গ-পাতাল দেখ, দৃষ্টি রাইখাছ সয়ালেতে।
বন্ধুকে বলিয়া ডাকি, রাজপন্থে বসিয়া থাকি, দেখিমুনি স্বরূপে আসিতে।
আমি অপরাধী নারী বন্ধুকে ঢুরিয়া ফিরি, না পাইলু করি অন্বেষণ।
থাকি পন্থ নিরখিয়া কিঞ্চিৎ করহ দয়া, ইন্দ্রপুরে করয়ে মিলন।
কলি মোর দমকলে, লাহুতের কুঞ্জি খুলে ফুসাদা হইব পন্থ তার।
দমকল দাবাইয়ে উল্ট চরকিয়ে, লাহুতের খুলিবে কেওয়াড়।
কেওয়াড় খুলিয়া যবে সুগন্ধি প্রকাশ হবে অলিয়ে করিবে মধুপান।
কাজল কোঠায় প্রবেশিলে বেলোয়ারি ঝাড় খুলে রত্ন কোঠায় প্রেম হয় দান।
রত্ন প্রবেশিবে, রবিশশী বিরাজিবে সুগন্ধি হইবে আমোদিত।
পক্ষীরাজ মত্ত হইয়া কমলেতে প্রবেশিয়া বিরাজ করিবে সুললিত ।
লাহুতকাবাতুল্লাঘর, আসনেতে পেগাম্বর জিকির করইন মোস্তফায়।
দক্ষিণে ব্রজখ মওলা বামেতে করে খেলা, আনন্দিত বিরাজ খেলায়।
শিতলাং ফকিরে কহে বিরহে আনল দহে, না চিনিলু প্রিয়া আপনায়।
পক্ষীরাজ না মিলিল, বৃথা কাজে দিন গেল, না হইল গিরীর মিলন।