যখন পীরিতি কৈলা আনি চাঁদ হাতে দিলা
আপনি করিতা মোর বেশ।
আঁখি আড় নাহি কর হিয়ার উপরে ধর
এবে তোমা দেখিতে সন্দেশ।।
একে আমি পরাধিনী তাহে কুল-কামিনী
ঘরে হৈতে আঙ্গিনা বিদেশ।
এত পরমাদে প্রাণ তবু নাহি জানে আন
আর কত কহিব বিশেষ ।।
ননদী বিষের কাঁটা বিষ-মাখা দেয় খোঁটা
তাহে তুমি এত নিদারুণ।
দ্বিজ চণ্ডীদাসে কয় কিবা তুমি কর ভয়
বন্ধু তোর নহে অকরুণ।।