(যব) ঋতুপতি নব পরবেশ।
তব তুহুঁ ছোড়লি দেশ।।
তাহে যত বিবিধ বিলাপ।
কহইতে হৃদি মাহা তাপ।।
তবধরি বাউরি ভেল।
গিরিষ সময় বহি গেল।।
বরিষা ভেল চারি মাস।
না ছিল জিবন অভিলাষ।।
তাহে যত পাওল দূখ।
কহইতে বিদরয়ে বুক।।
শারদে নিরমল চন্দ।
তাক জিবন লেই দন্দ।।
পুরবক রাসবিলাস।
সোঙারিতে না বহয়ে শ্বাস।।
হীম শিশিরে বহু শীত।
দিনে দিনে উনমতে চীত।।
অব ভেল বহুত নিদান।
নব কবিশেখর ভাণ।।