যমুনাক তীরে ধীরে চলু মাধব
মন্দ মধুর বেণু বাওই রে।
ইন্দিবরনয়নি বরজবধূ কামিনি
সদন তেজিয়া বনে ধাওই রে।।
অসিত অম্বুধর অসিত সরসিরুহ
অতসিকুসুম অহিমকরসুতানীর।
ইন্দ্রনীলমণি উদার মতকত
শ্রীনিন্দিত বপু আভা রে।।
শিরে শিখণ্ডদল নব গুঞ্জাফল
নিরমল মুকুতালম্বি নাসাতল।
নব কিশলয় অবতংস গোরাচন
অলক তিলক মুখ শোভা রে।।
শ্রোণি পীতাম্বর বেত্র বাম কর
কম্বুকণ্ঠে বনমালা মনোহর।
ধাতুরাগবৈচিত্র কলেবর
চরণে চরণ পরি শোভা রে।।
গোধুলি ধূসর বিশাল বক্ষথল
রঙ্গভূমি জিনি বিলাস নটবর।
গোছান্দন ডোর বিনিহিত কন্ধর
রূপে ভুবন মনলোভা রে।।
ব্রহ্ম পুরন্দর দিনমণি শঙ্কর
যো চরণাম্বুজ সেবে নিরন্তর।
সো হরি কৌতুক ব্রজবালক সাথে
গোপ নাগরি অভিলাষ রে।।
সো পহুঁ পদতলে পরাগ ধূসর
মানস মন করু আশা নিরন্তর।
অভিনব সৎকবি দাস জগন্নাথ
জননী জঠর ভয় নাশা রে।।