যমুনা নিকেটে যথা বংশীবট

যমুনা নিকেটে যথা বংশীবট
অতি সে সুন্দর থল।
নানা পক্ষিগণ তরুগণ তাথে
ধরে নানা ফুল ফল।।
নানা পুষ্প ফুটে পরিমল উঠে
কেতকী চামেলি কুন্দ।
নাগেশ্বর আদি নানা সে কুসুম
চাঁপা পারুলীর গন্ধ।।
গুলাল দুলাল ঝাঁটি গজকুন্দ
কিংশুক আমলা কত।
কদম্ব দোসারি শোভা অতি বড়ি
লাখে লাখে ফুল কত।।
হংস হংসিনী চক্রবাক আদি
চকোর চকোরী ডাকে।
কতেক চামরী ভ্রমরা ভ্রমরী
গুঞ্জরিছে লাখে লাখে।।
তরুলতা আর লবঙ্গ লতাতে
বেষ্ঠিত মাধবী তরু।
সেইখানে নব নাগর কালিয়া
মোহন মুরতি ধরু।।
সে হেন মূরতি জলধর অতি
হেলিয়া মাধবীতলা।
চূড়ার টালনি বঙ্কিম চাহনি
ভুবন করেছে আলা।।
বিনোদিয়া চূড়া মালতিয়া বেড়া
ময়ূর শিখণ্ড উড়ে।
ভালে সে চন্দন চাঁদ বিরাজিত
কে হেন বাঁধিল চূড়ে।।
নাসিকার আগে ময়ূরর চুলি
গজমতি তাহে দোলে।
ত্রিভঙ্গ ভঙ্গিম ভঙ্গিমা হইয়া
দাঁড়ায়ে মাধবীতলে।।
গলে বনমালা কিবা করে আলা
দোলই হিয়ার মাঝে।।
অলিকুল মত্ত লাখে লাখে কত
সতত তাহে বিরাজে।।
পীত পরিধান বিনোদ বন্ধান
চরণে নূপুর বায়।
পঞ্চধ্বনি শুনি মগন মেদিনী
মধুর মুরলী গায়।।
চণ্ডীদাস কহে অনুপ অপার
সুখের নাহিক ওর।
এবে সে এ বেশে যুবতী ভুলিল
মরমে হইল ভোর।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ