যার লাগি কলঙ্কী হইলাম, সে বন্ধুয়া রইল কই ?
কোথায় যাব বল প্রাণ সই।
বন্ধু আস্‌বে বলে চলে গেল, আমায় করে নিশান সই।
বলে মোরে, প্রাণ প্রিয়া, প্রাণ পাখী নিল কাড়িয়া,
কোথা গেল দুঃখ দিয়া, ডেকে মোরে সই।
আমি কুল কলঙ্ক ত্যাগ করিয়া, তাহার আশায় পড়ে রই।।
কুলে রাখিব কীর্তি, কালা আমার প্রেমের শক্তি,
প্রেম করিলে প্রেমে মুক্তি, মোরে কোলে লই।
কোথা রইলো কালা আমার এনে দে প্রাণ জুড়াই
যার প্রেমানলে দগ্ধ হয়ে, আছি মাত্র হয়ে ছাই
অস্থি চর্ম গেল খসে, আঁখি দুটি তোমার আশে,
পন্থপানে অভিলাষে, রয়েছি তাকাই।।
বন্ধ হলে দৃষ্টি শক্তি, আসলে তুমি পাবে কই,
না দেখিয়ে তোমার রূপে, প্রেমাগ্নিতে দগ্ধ হই।।
রেনুর মন কৃষ্ণ বিহনে, সহ্য না মানে প্রাণে
দেখে নাই এ জীবনে, তুমি জানি থাক কই।