রঙ্গদেবি সখি রঙ্গ ভঙ্গি করি
কহে কত বচন রসাল।
আহা মরি হরি পদতলে পড়ি রহু
মঝু মনে বাজত শাল।।
সুন্দরি তোহে উপদেশ কোই।
সে হেন প্রেম কাহে অবহেলে খোয়সি
বলি চরণে পড়ি রোই।।
এক বেরি হৃদয় সদয় তুহু হোয়ত
মনে করি তেজিয়ে মান।
পুন পহু গরবে গোঁয়ার মতি উলটই
মান ভেল মেরু সমান।।
ক্ষেণে এক রাইক রোখ নাহি টুটত
দগধল সহচরি বৃন্দে।
রঙ্গদেবি কঙ্কণ শিরপরি মারত
কি কহব দাস গোবিন্দে।।