রঙ্গ কথা আলাপনে আছে সব সখিগণে
হেন কালে বাঁশিয়া বাজিল।
বাঁশিরব শুনি কানে চিত না ধৈরয মানে
সখিগণ অবশ হইল।।
কেহ না মানয়ে বাধা আগে বাহিরল রাধা
সে প্রেম বুঝিতে নারে আনে।
প্রিয়মুখ সঙরিতে বিরহে ব্যাকুল হঞা
ধায় সতী অঞ্জন-নয়নে।।
পদ আধ বাড়াইতে কমল ফুটে আচম্বিতে
দেখি সভে হইলা বিস্ময়।
ললিতা বলয়ে রাধে কি দেখি তোর পদযুগে
প্রেমের কমল বুঝি হয়।।
কমল সৌরভ পেয়ে অলি সব অ্যালো ধেয়ে
দিব দিব করিয়েসঘনে।
চাঁদক ভরম করি চকোর আনল তরি
চন্দ্রসুধা পিব এই স্থানে।।
চকোর ভ্রমরে লাগল দ্বন্দ্ব।
ও বলে কমল ও বলে চন্দ।।
বিহি কৈল তাহে উত্তম কাজ।
সীমা আঁটি দিল ভুরুর মাঝ।।
কাটল সীমা ভাঙ্গল দন্দ।
আধ কমল আধ চন্দ।।
গোবিন্দদাস রচিত ভাষ।
চকোর ভ্রমর পূরল আশ।।