রজনি উজাগরি নাগর নাগরি
শূতল কিশলয় সেজে।
রতি-রস-আলসে অবশ কলেবর
দুহুঁ তনু দুহুঁ নাহি তেজে।।
শুন সজনি শুতি রহু নীলজ কান।
রাই জাগাই লেই চলু মন্দির
জানাহি হোত বিহান।।
রাইক কবরি বান্ধি পুন সম্বরি
পিঞ্জ মুকুট গড়ি জাউ।
মণিময় মুদরি মোহন মুরলী
এ দুহুঁ যতনে চোরাউ।।
ঘুমল কাহ্ন যুগতি শুনি ঐছন
রাইক কোরে আগোর।
গোবিন্দদাস পহুঁ চতুর শিরোমণি
নিরসল সহচরি-চোর।।