রজনি উজাগরি নাগর নাগরি
আঁখি মেলিতে নারে ঘুমে।
অতিশয় রসভরে শ্যাম নাগরের কোরে
অঙ্গ হেলি রহল নিঝুমে।।
দেখ সখি অপরূপ ছান্দে।
শ্যাম নাগর কোরে শুতিয়া রহল ধনি
কানু নেহারে মুখচান্দে।।ধ্রু।।
কুটিল কুন্তল সব শ্রীমুখ বেঢ়িল গো
সিন্দূর তিলক মোছে ঘামে।
ফূয়ল কবরি আধ বেনন পাটের জাদ
বীড় খসল কর বামে।।
নীল বসন ভিগি অঙ্গে লাগিয়াছে গো
শ্রীসঙ্গ দেখিতে উদাসা।
যৈছে চান্দের কলা মেঘে ঝাঁপিয়াছে গো
নিরখই গোবিন্দদাসা।।