রজনি প্রভাতে চলল বর-রঙ্গিনি
নদি-অবগাহন রঙ্গে।
সুবাসিত তৈল হলদি লই ধায়ত
প্রিয় সহচরি করি সঙ্গে।।
গজবরগতি জিনি গমন সুমন্থর
চাঁদ জিনিয়া মুখ-জোতি।
কবরি বিরাজিত মণিময় সুরচিত
সীখে উজোরল মোতি।।
নীল বসন মণি- বলয় বিরাজিত
উচ-কচু-কঞ্চুক ভার।
শ্রবণহি তাড়ক মণিময় হাটক
কণ্ঠে বিরাজিত হার।।
চরণ কমলসম রাতুল আতুল
ঝুন ঝুন নূপুর বাজ।
গোবিন্দদাস কহ ওরূপ হেরইতে
ভুলল বিদগধ-রাজ।।