রতনমঞ্জরী কিবা কনক পুতলি।
সাধে সুধার সাঁচে বিহি নিরমলি।।
তাহে ভূষণ কত রসপরসঙ্গ।
মানে মলিন দেখি মনমথ ভঙ্গ।।
গোরী নায়রি না পরিখসি আর।
তুয়া আরাধন মোর বিদিত সংসার।।
যজ্ঞ দান জপ তপ সব তুমি মোর।
মোহন মুরলী আর বয়ানের বোল।।
পীত পিন্ধন মোর তুয়া অভিলাষে।
পরাণ চমকে যদি ছাড়হ নিশ্বাসে।।
তোমার পরশে মোর চিরজীবি তনু।
অতি অন্ধকারে যেন প্রকাশিত ভানু।।
তুমি দুখ তুমি সুখ তুমি গুণরূপ।
জ্ঞানদাস কহে যত কহিলে স্বরূপ।।