রন্ধন করিতে বাহিরে চাহিতে
সুবলে দেখিল ধনি।
তাহারে দেখিয়া চমকিত হৈয়া
কহিছে মধুর বাণী।।
আমার সুবলে না দেখি কখন
কি লাগি আইলা তুমি।
পরাণনাথের বিতথা পড়েছে
কারণে বুঝিলুঁ আমি।।
এ কথা শুনিয়া আনন্দিত হৈয়া
সুবল কহিছে বাণী।
কহিবার নয় কৈলে কিবা হয়
শুন শুন বিনোদিনী।।
আপনার হার দিয়াছে তোমারে
শ্যামকে দেখিবে পরে।
জগন্নাথ বোলে হার দেহ গলে
চল রাধাকুণ্ডতীরে।।