(রসময়ি) না কর কর পরের বোলে ইহা পরতিত।
না হয় করহ শাস্তি যে হয় উচিত।।
অন্তর আসিব বলি শুনি ব্রজরাজ।
রোখে রাখল মুঝে মন্দির মাঝ।।
আমার দ্বিগুণ দুখ তোমার লাগিয়া।
অতয়ে অরুণ আঁখি রজনি জাগিয়া।।
না জানিয়া না শুনিয়া বোল পরিবাদ।
আপনার মনে জানি নাহি অপরাধ।।
শপথি করিয়া বলি কর অবধান।
স্বপনেহ তোমা বিনে নাহি জানি আন।।
নয়ন অরুণ কোপে কাঁপে বর তনু।
কুটিল ভুরুর ভয়ে ভাঁজে ফুল-ধনু।।
মিনতি করিয়া বলি বিনোদিনীর পায়।
অনুগত জনে উপেখিতে না যুয়ায়।।
সমুখ সহিতে নারি বিমুখ তোমার।
হাসিয়া সম্ভাষ গোবিন্দদাসে আর।।