রহ রহ সখি ভাল কোরে দেখি
আঁখি না পিছলে মোর।
এ যে নাগর গুণের সাগর
বয়সে নব কিশোর।।
আলো সই কিবা সে দেখাইলে মোরে।
এই যে আকৃতি পিরীতি মূরতি
আন নাহি চাহি তোরে।।ধ্রু।।
দেখায়া সুন্দরী করিলে বাউরী
না দেখিলে প্রাণে মরি।
হিয়াপর ধর জুড়াক অন্তর
কহিছে ধরণী ধরি।।
লোচন যুগল লোরেতে ভরল
মূরছিত তহি ভোরে।
হা হা প্রাণধন বলি অচেতন
ললিতা করল কোর।।
কহয়ে বচন চিত্রের রচন
পুরুষ এমন আছে।
ধরি তুয়া পায় যদি সত্য হয়
লৈয়া চল তার কাছে।।
এ দাস শেখর সঙ্গে চলু মোর
বুঝিতে রসিক রায়।
প্রতিবিম্ব দেখি লোরে পুরে আঁখি
কেমনে পরশি তায়।।