রাইক কূঞ্জ- গমন শুনি মাধব
অন্তর উলসিত ভেল।
সহচর কেলি ধেনুগণ চারণ
দূরহিঁ দূরে সব গেল।।
হরি হরি বিদগধ নাগররাজ।
ছল করি সুবল- করে ধরি সাজল
গিরি গোবর্দ্ধন মাঝ।।
তরু তরু চম্পক হেরি পুলক তনু
রাই বরণ অভিলাষে।
গদ গদ বচন এক পদ চলইতে
মুরছি পড়ই পথ পাশে।।
সুবল উঠাই লেই চলু মাধব
গোবর্দ্ধন পরবেশ।
দীনবন্ধু ভণে দোঁহে দোঁহা দরশনে
আনন্দের নাহি শেষ।।