রাইক চরিত বুঝিয়া বরনাগর
মন মাহা কয়ল উপায়।
চরণ পাকড়ি নিজ দোখ মানাইয়ে
তব কিয়ে ধনি রোখ যায়।।
হরি হরি অপরাধ কিছুই না জান।
যাহে লাগি শয়নে সপনে নাহি হেরিয়ে
সোই করত অব মান।।ধ্রু।।
এত কহি রাইক চরণ ধরি বোলত
ক্ষেম ধনি মঝু অপরাধ।
ঐছন দোষ হাম কবহুঁ না করব
প্রেমে না কর ধনি বাদ।।
তবহুঁ সুধামুখি এতহুঁ নাহি শুনি
চরণ হেলি চলি যায়।
ভণ ঘনশ্যাম শ্যাম রোই চলতহিঁ
করবহিঁ কোন উপায়।।