রাইক নরপতি- বেশ বনায়ত
কুসুম-বিপিনে হরি-রায়।
কাঞ্চন-ছত্র দণ্ড তারে দেওল
নিজ-করে চামর ঢুলায়।।
সখি হে দেখ দেখ রাইক ভাগি।
করি অভিষেক যমুনা-জল সুশীতল
চলিতহি অনুমতি মাগি।।ধ্রু।।
নব নব যৌবনি রঙ্গিনি রসকিনি
সারি সারি করিয়া রসায়।
কুঞ্জ-সহরে হরি করে নিশান ধরি
রাইক দোহাই ফিরায়।।
যৌবন-রতন পসার পসারল
নব নব নাগরি-ঠাট।
চন্দ্রশেখর কহে ওহি গ্রাহক
যোহি পাতাওল হাট।।