রাই সুনাগরী প্রেমের আগরি

রাই সুনাগরী প্রেমের আগরি
সঙ্কেত পড়ল মনে।
বড়াইয়ে ডাকি কহে চন্দ্রমুখী
যাইবক মথুরা পানে।।
আনি গোপীগণ যূথের মিলন
চল চল যাব বিকে।
দধির পশরা সাজাহ তোমরা
বিলম্ব না কর মোরে।।
সব গোপীগণ চলিলা ভবন,
সাজায়ে পশরা লই।
ঘৃত ছেনা দুধ ঘোল বিবিধ
ভাণ্ডে সাজাইছে দই।।
সোণার গাগরি সাজায়ে দুসারি
ওড়নি বিচিত্র নেত।
করে অতি শোভা যেন শশী আভা
বরণ কালিয়া সেত।।
নানা আভরণ পরে গোপীগণ
পশরা লইয়া মাথে।
চণ্ডীদাস বলে সব গোপী মিলে
সব গোপী মিলে রাধে।।



সন্ধিনী
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ